- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ দাবিতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, এই হামলা ছিল পরিকল্পিত এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করতে সরকারের গাফিলতি গ্রহণযোগ্য নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা না হলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচিতে যাবে।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, হাদি এখনো শঙ্কামুক্ত নন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান—এভারকেয়ার হাসপাতালে গিয়ে আহত হাদির খোঁজখবর নেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরাও হাসপাতালে উপস্থিত হয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাতেই হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল ও সংগঠন এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।