- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক দিন পার হলেও তাঁর শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। চিকিৎসকদের মতে, আরও অন্তত ৪৮ ঘণ্টা পার না হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির শরীরে ‘ইন্টারনাল রেসপন্স’ রয়েছে, যা চিকিৎসার জন্য ইতিবাচক দিক হলেও তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচার ও লাইফ সাপোর্ট দেওয়ার পর রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, একটি গুলি হাদির মাথার ডান পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তাৎক্ষণিক অস্ত্রোপচার করেন।
শনিবার সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন ইনকিলাব মঞ্চ, মঞ্চ–২৪সহ বিভিন্ন প্ল্যাটফর্মের নেতা–কর্মীরা। তারা হাদির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ–২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, হামলাটি ছিল পরিকল্পিত এবং এর পেছনে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আন্দোলনে যুক্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও সংগঠন এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে। নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা থাকলেও নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে তিনি আলোচনায় আসেন। সংগঠনটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।