- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | গোপালগঞ্জ:
গোপালগঞ্জে এক রাতে দুটি পৃথক স্থানে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত বিভাগের কার্যালয় ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হাতে বানানো বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
ঘটনায় গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান সম্পূর্ণ পুড়ে গেছে। পরে অফিসের কর্মচারীরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই অফিস প্রাঙ্গণে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ভেতরে থাকা একটি সরকারি গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
অন্যদিকে, রাত ২টার দিকে উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় ৫–৬টি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একটি বোমায় আগুন লাগলেও ব্যাংক কর্মীরা তা দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে।”
এদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলার সর্বত্র উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।