- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
দুনিয়াজুড়ে খ্যাতি অর্জনকারী ইরানি অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। গত মঙ্গলবার ৭৮ বছর বয়সে দীর্ঘদিনের ক্যানসার রোগে ভুগে তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএন।
এরশাদি অভিনয়ে নাম লেখানোর আগে পেশায় স্থপতি ছিলেন। ১৯৯৭ সালে ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি খ্যাতি অর্জন করেন। সিনেমার বাদি চরিত্রটি আত্মহত্যার পরিকল্পনা নিয়ে চলছিল এবং চরিত্রটি চেরিগাছের নিচে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল।
অভিনয়ে অভিষেক পাওয়ার গল্পও অনন্য। তেহরানের ব্যস্ত রাস্তায় গাড়িতে বসে থাকা অবস্থায় কিয়রোস্তামি হঠাৎ এরশাদির সঙ্গে দেখা করেন এবং বলেন, “আমি একটি সিনেমা বানাতে চাই, আপনি অভিনয় করবেন কি?” এই ছোট ঘটনাই হোমায়ুন এরশাদিকে আন্তর্জাতিক মানচিত্রে পরিচিত করে তোলে।
‘টেস্ট অব চেরি’ সিনেমা ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছিল। কিয়ারোস্তামি প্রায়শই অপেশাদার অভিনেতাদের নিয়ে কাজ করতেন, তবে এরশাদি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে বহু সিনেমার দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
২০০৭ সালে মার্ক ফরস্টারের ‘কাইট রানার’ সিনেমায় অভিনয় তার খ্যাতিকে আরও বিস্তৃত করে। তিন দশকের ক্যারিয়ারে প্রায় ৯০টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
হোমায়ুন এরশাদি ১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইস্পাহানে জন্মগ্রহণ করেন। ইতালির ভেনিসে স্থাপত্যের পড়াশোনা শেষে তিনি পেশাদার স্থপতি হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে পরিবারসহ কানাডার ভ্যাঙ্কুভারে যান এবং সেখানে স্থাপত্য প্রতিষ্ঠানে প্রায় এক দশক কাজ করার পর ইরানে ফেরেন।
হোমায়ুন এরশাদির মৃত্যু চলচ্চিত্র ও আন্তর্জাতিক বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।