Monday, January 19, 2026

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মিথিলা, লড়াই করছেন ১২১ দেশের সুন্দরীদের সঙ্গে


ফাইল ছবিঃ তানজিয়া জামান মিথিলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে তিনি ‘মিস ইউনিভার্স’–এর ৭৪তম আসরের মিশনে অংশ নিচ্ছেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হয়ে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয় এবং পুকেটে সব প্রতিযোগীকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ কার্যক্রম।

মিথিলা জানিয়েছেন, ভোটিংয়ে তার নাম গত মঙ্গলবার রাত পর্যন্ত তিন নম্বরে রয়েছে। তিনি বলেন, “ভোটের বিষয়টি জানার পর শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। পুরো শরীর কাঁপছিল, একদম স্পিচলেস হয়ে গিয়েছিলাম। কান্না চলে আসে। তবে দেশের মানুষ এবং সহকর্মীরা আমাকে যেভাবে সমর্থন করছেন, তা আমাকে অভিভূত করেছে। আমি অত্যন্ত অনুপ্রাণিত।”

তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ৫০ ভাগ ভোট এবং ৫০ ভাগ বিচারকের রায় মিলিয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। মিথিলা বিশ্বাস করছেন, দেশের মানুষের সমর্থন থাকলে তিনি সুন্দরভাবে এই আসর সম্পন্ন করতে পারবেন।

মিথিলার জন্য বাংলাদেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা ভোটের আহ্বান জানাচ্ছেন। তাদের মধ্যে আছেন জয়া আহসান, তমা মির্জা, বিদ্যা সিনহা মিম, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, কোনাল, সালমান মুক্তাদির, জান্নাতুল ঐশী, হৃদি শেখ, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, শেখ সাদী, বারিশা হক এবং প্রিয়তা ইফতেখার।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে জানিয়েছেন, গতকাল প্রায় ৬০ হাজার ভোট পড়েছে, ফলে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজারে। দ্বিতীয় অবস্থানে উঠতে আরও ৬০ হাজার ভোটের প্রয়োজন।

এ বছর সেপ্টেম্বর মাসে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুট জিতেছেন। তিনি শুধুমাত্র মডেল বা অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি।

তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডে চলমান প্রতিযোগিতার বিভিন্ন প্রাথমিক পর্ব ও ইভেন্টে ঝলমলে উপস্থিতিতে নজর কাড়ছেন এবং বাংলাদেশের জন্য ভালো ফলাফল আনার আশা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন