Friday, December 5, 2025

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক কর্মীসহ ১১ জন গ্রেফতার


প্রতীকী ছবিঃ গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক কর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী ও রাতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন স্থানীয় রাজনৈতিক কর্মী, তিনজন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ব্যক্তি।গ্রেফতার হওয়া রাজনৈতিক কর্মীদের মধ্যে রয়েছেন গোমস্তাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাকিল, এবং আওয়ামী লীগ কর্মী রুবেল।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব এলাকা চিহ্নিত করে পুলিশ তল্লাশি চালায়। “গ্রেফতার হওয়া সবাইকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে,” বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন