Monday, January 19, 2026

ঘোড়াশালে ভূমিকম্পে ভবনে ফাটল, বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন


ছবিঃ ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং বাজারের বহু দোকানে সাজানো মালামাল পড়ে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে। আতঙ্কে দৌড়ে বাহিরে বের হতে গিয়ে ও দোকানের মালামাল মাথায় পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হতেই ঘোড়াশাল বাজারে অস্থিরতা তৈরি হয়। অনেক দোকানের কাচপাত্র, ও বিভিন্ন নিত্যপণ্য নিচে পড়ে ভেঙে যায়।

জুতার ব্যবসায়ী আলম মিয়া বলেন, “আমার দোকানে জুতা ও অন্যান্য মালামাল ছিল। হঠাৎ কম্পন শুরু হলে তাকের সব মালামাল নিচে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আসবাবপত্র পর্যন্ত ভেঙে গেছে। প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

মুদি দোকানি আসলাম মিয়া জানান, ভূমিকম্পের সময় তিনি প্রথমে বুঝতেই পারেননি কী ঘটছে। “মনে হয়েছিল কেউ দোকানে হামলা করেছে। পরে বুঝলাম ভূমিকম্প। তাক থেকে কাচের সব মালামাল পড়ে ভেঙে গেছে।”

ভূমিকম্পের প্রভাবে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের একটি সাবস্টেশনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে সাবস্টেশনের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফলে ঘোড়াশাল ও পলাশসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিকল্প সঞ্চালন লাইন চালুর চেষ্টা করছে।

ঘোড়াশাল ঈদগাহ রোডে অবস্থিত মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসাতেও ক্ষতি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, “৬ তলা ভবনের কয়েকটি জায়গায় বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় শিক্ষার্থীরা আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসে।”

একই ভবনের মালিক আমানউল্লাহ জানান, ফাটল দেখা দেওয়ার পর ভবনের সব দোকান অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। “দোকানদাররা ভয় পাচ্ছে, এখনো কেউ দোকান খুলতে চায় না,” বলেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন