- ১৩ অক্টোবর, ২০২৫
গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পূর্ণ ঐকমত্য গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি আশা প্রকাশ করেন, সময়ের মধ্যে আলাপ–আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো সেই ঐকমত্যে পৌঁছাতে পারবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের ব্যক্তিরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। এগুলো নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না।
সংস্কার প্রসঙ্গে তিনি জানান, যেসব সংস্কার নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা যায়, সরকার সেগুলো করছে। অন্যদিকে যেসব সংস্কার দীর্ঘমেয়াদি, সেগুলো বর্তমান সরকার বা প্রয়োজনে পরবর্তী সরকারও বাস্তবায়ন করতে পারে।
সংবিধান সংশোধনী নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদই এর একমাত্র বৈধ ফোরাম। এর বাইরে কোনো প্রক্রিয়া থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে, তবে এমন নজির সৃষ্টি করা উচিত নয়, যা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হয়ে প্রশ্নবিদ্ধ হবে।
জুলাই হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচার কোনো শর্তসাপেক্ষ বিষয় নয়, এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া যায় না। জনগণও তা বুঝে গেছে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।