Tuesday, October 14, 2025

‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা নেই কমিশনের’ — রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আলী রীয়াজ


ছবিঃ জুলাই জাতীয় সনদে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অধ্যাপক আলী রীয়াজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। তিনি স্পষ্ট করেন, কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না; বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুপারিশ আকারে সরকারকে জানাবে।

আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। এ জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়, যেখানে সাবেক বিচারপতি, আইনজীবী, আইনশিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি, সনদের কিছু অংশ অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করতে সক্ষম।”

তিনি জানান, কমিশনের কাজ শুধু রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে সেগুলোকে সুপারিশ আকারে সরকারের কাছে উপস্থাপন করা। “আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না,”—যোগ করেন তিনি।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনায় অংশগ্রহণকারীরা সনদ বাস্তবায়নের নানা দিক নিয়ে মতামত দেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়াও উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন