- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুর মহানগরের কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আহত ইমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। স্ত্রী রহিমা বেগমের সঙ্গে এটি ছিল তাদের দ্বিতীয় বিবাহ। ইমরান স্থানীয়ভাবে কসাইয়ের কাজ করতেন এবং রহিমা ছিলেন গৃহিণী।
কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দম্পতির মেয়ে শারমিন প্রাথমিক জবানবন্দিতে জানিয়েছে, তার বাবা প্রথমে মাকে হত্যা করে পরে নিজেকে আঘাত করার চেষ্টা করেন। মেয়ের সঙ্গে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এসআই।
তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রত্যেকটি তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও আইনি প্রক্রিয়া চলমান এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।