Friday, December 5, 2025

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা গ্রেফতার


ছবিঃ অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা গ্রেফতার তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিক সিরাজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তসলিম সিরাজ (৫৪) ও তাঁর ছেলে মুশফিক সিরাজ (২৭)। তারা দুজনই গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার বাসিন্দা এবং হাজী সিরাজুল ইসলামের পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তসলিম সিরাজের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং গাঁজা।

অভিযান শেষে আটক দুজনকে বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, “যৌথবাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে তসলিম সিরাজের পরিবারের প্রভাব রয়েছে। তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় প্রশাসন নজরদারি বাড়ায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন