Tuesday, October 14, 2025

গাজীপুরে একটি আসন বাড়ছে, বাগেরহাটে কমছে একটি: নির্বাচন কমিশনের প্রস্তাব


ছবিঃ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি (সংগৃহীত)

জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করেছে সংস্থাটি।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, সংসদীয় আসন পুনর্নির্ধারণে গঠিত বিশেষ কারিগরি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। ইতোমধ্যে আসনের খসড়া সীমানা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আসন সংখ্যা পরিবর্তন হচ্ছে যেভাবে

বর্তমানে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী,

  • বাগেরহাটে একটি আসন কমে হবে তিনটি

  • গাজীপুরে একটি আসন বাড়িয়ে হবে ছয়টি

এ বিষয়ে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ভোটার সংখ্যা ও জনসংখ্যার গড় অনুপাতে এই পরিবর্তন আনা হয়েছে। ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন। এ গড় হিসেব ধরে গাজীপুরে একটি আসন বাড়ালে এবং বাগেরহাটে একটি কমালে সামঞ্জস্য রক্ষা হবে।

৪২টি আসনের সীমানায় ছোট-বড় পরিবর্তন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ৩৯ থেকে ৪২টি আসনের সীমানায় আংশিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তবে গত জাতীয় সংসদ নির্বাচনে থাকা দেড় শতাধিক আসনের সীমানা অপরিবর্তিত রাখা হচ্ছে।

এছাড়া যেসব এলাকায় সীমানা পরিবর্তন বা সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:

  • পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; খুলনা-১–৬; শরীয়তপুর-২, ৩;

  • ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১–৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৪, ৫; সিলেট-১, ৩;

  • ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮।

এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে দেড় হাজারের মতো আবেদন জমা পড়েছে বলে জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ৪২টি আসনে ছোট-বড় পরিবর্তনের সুপারিশ করেছে কারিগরি কমিটি।

আপত্তি ও গেজেট প্রকাশ

কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে আপত্তির শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের জনশুমারির সঙ্গে হালনাগাদ ভোটার তালিকার মিল না পাওয়ায় কিছু অসামঞ্জস্য ধরা পড়েছে। সেজন্য ভোটারের সংখ্যাকেই মূল ভিত্তি ধরে ২০ হাজার ৫০০ ভোটার কমবেশি ধরে গড় নির্ধারণ করা হয়। তবে যেসব জেলায় মাত্র এক থেকে তিনটি আসন রয়েছে, সেগুলোতে আসন পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন