- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর থেকে আটক থাকা আলোকচিত্রী ও ‘শহিদুল আলম’ পরিচালনার ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে মুক্ত করে নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বিকেলে পৃথক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ইসলামী আন্দোলনের মুখপাত্র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই আহ্বান জানান।
এর আগে, আজ বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানান, তাঁরা যে ‘কনশেনস’ নামের জাহাজে ছিলেন, তা মাঝসমুদ্রে ইসরায়েলি বাহিনী আটকে রেখেছে এবং তিনি অপহরণের শিকার হয়েছেন।
উল্লেখ্য, এই নৌবহরটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ (TMTG) সংক্রান্ত একটি জাহাজ। এতে সাংবাদিক ও চিকিৎসকবাহী দল নিয়ে গাজার জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই উদ্দেশ্য ছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দিয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এখন রাষ্ট্রের নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব।
জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ক্ষুধার্ত ও অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে এবং শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মীর নিরাপত্তা নিশ্চিত করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”
ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “শহিদুল আলম গাজার মানুষের জন্য আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। তাঁর নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করা আমাদের জাতীয় মর্যাদা ও সম্মানের প্রশ্ন। সরকারকে এখনই সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।”
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন এখন দেশের মানবাধিকার ও আন্তর্জাতিক দায়িত্বের দিক থেকে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।