Tuesday, October 14, 2025

মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ ছুঁল ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড


ছবিঃ ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমায় কল্যাণী প্রিয়দর্শন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

মুক্তির মাত্র ৩৮ দিনে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ ৩০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে। ২৮ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকে সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। ডমিনিক অরুণ পরিচালিত এই সিনেমা আগেই ‘এমপুরান’-এর ২৬২ কোটি রূপির রেকর্ড ভেঙে মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের শীর্ষে পৌঁছেছিল।

সুপারহিরো ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন, পাশে আছেন দুলকার সালমান, স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন। ছবির গল্প কেরালার লোককথার কিংবদন্তি চরিত্র ‘কল্লিয়ানকাট্টু নীলি’ থেকে অনুপ্রাণিত। দুলকার সালমানের প্রযোজনায় ছবিটি তৈরি করা হয়েছে ওয়েফেয়ারার ফিল্মস-এর ব্যানারে।

প্রযোজক দুলকার সালমান বলেন, “আমরা এখনও বিশ্বাস করতে পারছি না কীভাবে ‘লোকাহ’ সারা বিশ্বের দর্শকের হৃদয় জয় করেছে। ৪০টির বেশি সিনেমা করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। বিশেষ করে তেলেগু দর্শকদের অসংখ্য ধন্যবাদ, যারা ছবিটিকে নিজেদের বলে গ্রহণ করেছেন।”

রাশমিকার মত দর্শকপ্রিয় অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনও সিনেমার সাফল্যে আপ্লুত। তিনি বলেন, “ছবির কাজ শুরু করার সময় ভাবিইনি যে এটি এত বড় সাফল্য পাবে। মুক্তির পর দর্শক ছবিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন। এখনও বিষয়টি অবাস্তব মনে হচ্ছে।”

সিনেমার সিকুয়েলও ঘোষণা করা হয়েছে। পরিচালক ডমিনিক অরুণ নিশ্চিত করেছেন, সিরিজের দ্বিতীয় কিস্তি টোভিনো থমাসের চরিত্রকে কেন্দ্র করে গড়বে, আর তৃতীয় কিস্তিতে প্রধান ভূমিকায় থাকবেন দুলকার সালমান।

ছবিটি শুধু ভারতের দক্ষিণাঞ্চলেই নয়, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপেও দুর্দান্ত ব্যবসা করছে, যা মালয়ালম সিনেমার আন্তর্জাতিক সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন