- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে কন্নড় চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বা নিষিদ্ধ হয়েছে কি না, এই গুঞ্জনের অবসান ঘটিয়ে স্পষ্ট করেছেন, “এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেনি।”
২০১৬ সালে ঋষভ শেঠির পরিচালনায় ‘কিরিক পার্টি’-র মাধ্যমে কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়া রাশমিকা এরপর দক্ষিণ ভারতীয় এবং বলিউড সিনেমায় নিয়মিত কাজ করছেন। তবে ‘কান্তারা: চ্যাপটার ১’-এর মুক্তির সময় তিনি সরাসরি সিনেমার প্রচারণায় অংশ নেননি। রাশমিকা জানান, ছবিটি মুক্তির প্রথম দুই-তিন দিনে তিনি দেখেননি, পরে দেখার পর টিমকে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছেন।
রাশমিকার মতে, সাধারণ মানুষের মতামতের ওপর নির্ভর করে জীবন পরিচালনা করা সম্ভব নয়। অনেক সময় সমালোচনার পেছনে থাকে ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্য। তিনি এই গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থান এবং পেশাদারিত্বের প্রতি মনোযোগ বজায় রেখেছেন।
এদিকে, রাশমিকা সামনের সিনেমা ‘থামা’-তে দেখা যাবে, যেখানে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে বিয়ের কথা রয়েছে। তবে এই সম্পর্ক নিয়ে দুজনই এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
রাশমিকার এই স্পষ্ট মন্তব্যের মাধ্যমে গুঞ্জন এবং চর্চার মধ্যেও তিনি পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চান।