- ১৩ অক্টোবর, ২০২৫
ফরিদপুর, ২৪ জুলাই ২০২৫: আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে আবুল হোসেন ফিলিং স্টেশনের কাছে সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। উভয় বাসের ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী সকাল সাড়ে ১০টায় জানান যে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ করছে।