- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস এবং পুলিশের করা মামলার প্রতিবাদে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা জানান, পুলিশের একটি দল বিক্ষোভকারীদের শান্ত করতে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে এবং মডেল মসজিদে আশ্রয় নেয়। এসময় থানা ঘেরাও, পুলিশের যানবাহন ভাঙচুর ও সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ভোর থেকে বন্ধ থাকা সড়ক অবরোধ কর্মসূচি সকাল সাড়ে ১০টার পর পুনরায় শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে দুপুর ১টার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ একযোগে হামলা চালিয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তারা নিরাপদ স্থানে আছেন এবং কারো ওপর কোনো শারীরিক হামলা হয়নি। তবে ইউএনও কার্যালয়ের কিছু অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।