Tuesday, October 14, 2025

ফেসবুক কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে থানায় জিডি করলেন মামুনুল হক


ফাইল ছবিঃ মাওলানা মামুনুল হক (সংগৃহীত)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক আচরণ করছে। এ কারণে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ একাধিকবার রিমুভ ও সাসপেন্ড করা হয়েছে। এ ঘটনাকে অন্যায্য আখ্যা দিয়ে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার দুপুরে করা এ জিডির বিষয়টি রাতে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক। তিনি জানান, মামুনুল হকের পক্ষে দলের কয়েকজন নেতা এসে জিডি করেন।

খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক বিবৃতিতে জানান, দীর্ঘদিন ধরে ফেসবুকে মামুনুল হকের নাম, বক্তব্য ও ছবি প্রকাশ হলেই নানা রকম সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। এতে শুধু তাঁর ব্যক্তিগত আইডি নয়, দলীয় পেজ ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকেও বারবার রেস্ট্রিকশনের মুখে পড়তে হচ্ছে।

জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, এর ফলে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।

তিনি আশা প্রকাশ করেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে এবং তাঁর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় আর কোনো বাধা দেবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন