- ১৩ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক আচরণ করছে। এ কারণে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ একাধিকবার রিমুভ ও সাসপেন্ড করা হয়েছে। এ ঘটনাকে অন্যায্য আখ্যা দিয়ে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার দুপুরে করা এ জিডির বিষয়টি রাতে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক। তিনি জানান, মামুনুল হকের পক্ষে দলের কয়েকজন নেতা এসে জিডি করেন।
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক বিবৃতিতে জানান, দীর্ঘদিন ধরে ফেসবুকে মামুনুল হকের নাম, বক্তব্য ও ছবি প্রকাশ হলেই নানা রকম সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। এতে শুধু তাঁর ব্যক্তিগত আইডি নয়, দলীয় পেজ ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকেও বারবার রেস্ট্রিকশনের মুখে পড়তে হচ্ছে।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, এর ফলে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।
তিনি আশা প্রকাশ করেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে এবং তাঁর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় আর কোনো বাধা দেবে না।