Tuesday, October 14, 2025

ফেনীর মুহুরী নদীর ভাঙা বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু: বন্যার্তদের মধ্যে স্বস্তি


ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড । গতকাল শুক্রবার বিকেল থেকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া গ্রাম এলাকায় প্রায় ২০ মিটার ভাঙা অংশে এই সংস্কারকাজ শুরু হয়েছে।

পাউবো-ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, ভারী বর্ষণ বন্ধ থাকায় এবং নদীতে পানি কমে যাওয়ায় মুহুরী নদীর ভাঙন অংশে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ড্রেজিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যদি আর বৃষ্টি না হয়, তবে আজ শনিবার সন্ধ্যার মধ্যেই ভাঙন অংশের মেরামতকাজ শেষ হবে। পাশের সিলোনিয়া নদীর বাঁধের ভাঙা অংশ সংস্কারের জন্য নদীর পানি কমার অপেক্ষা করা হচ্ছে। তবে গোসাইপুর অংশে ভাঙনকবলিত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করতে কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।


লগাজীর উত্তর বড়ইয়া গ্রামের বাসিন্দা মরণ চন্দ্র জানান, তাঁর বাড়িসংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ঘরে বৃহস্পতিবার রাতে পানি ঢুকেছিল, যার ফলে ঘরের মালামালসহ বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেছে। গতকাল রাত থেকে ঘরের পানি নামতে শুরু করলেও, স্থায়ী সংস্কার না হলে আবারও পানি ঢুকে ঘর প্লাবিত হওয়ার আশঙ্কায় আছেন তিনি।

স্থানীয় বাসিন্দা কবির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিবছর বর্ষাকালে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর মাটির বেড়িবাঁধ বিভিন্ন স্থানে ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন নদীপাড়ের বাসিন্দারা। পাউবো শুধু দায়সারাভাবে জোড়াতালি দিয়েই দায়িত্ব শেষ করে। এ অঞ্চলের মানুষ তিনটি নদীর বেড়িবাঁধের স্থায়ী সমাধান চায়।"


মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশে সংস্কারকাজের জন্য আনা হয়েছে বালুর বস্তা ও জিওব্যাগ। আজ সকালে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিক পাড়া এলাকায়ছবি: প্রথম আলো

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন