- ১৪ অক্টোবর, ২০২৫
‘ফেল করলেই জীবন শেষ নয়—সফলের সঙ্গে ব্যর্থরাও সম্মান পেতে পারে’ এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শেরপুরের শ্রীবরদীতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পাশাপাশি শতাধিক অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
সফল শিক্ষার্থীদের মতো ফেল করা শিক্ষার্থীদেরও মিষ্টিমুখ করিয়ে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে ছাত্রশিবির। এতে শিক্ষার্থীদের চোখে-মুখে সাহস ও আশার আলো ফিরে আসে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর বিভাগের সাবেক সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারিয়েট আফজাল বিন আকরামের নেতৃত্বে শ্রীবরদী উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণের সভাপতি নাসিম হাসান তপনসহ শতাধিক নেতাকর্মী।
শিবির নেতৃবৃন্দ জানান, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়। তবে তাঁরা শুধু সফলদের নয়, ফেল করা শিক্ষার্থীদেরও সমান গুরুত্ব দিয়ে স্বাগত জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, অনেক সময় ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ হতাশায় বিপথগামী হয়ে পড়ে। এই সময়টিতে তাদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে, যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফলাফলে বেশিরভাগ শিক্ষার্থী গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব বিষয়ের ওপর বিশেষ ‘নার্সিং ক্লাস’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাইড বই, শিক্ষা উপকরণ, এবং মানসিক ও নৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকাশনার কপি।
শিবির নেতৃবৃন্দের মতে, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি চারিত্রিক, নৈতিক, দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা তাদের অন্যতম লক্ষ্য।