Tuesday, October 14, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীর আত্মহত্যা


ছবিঃ ঢাবির জগন্নাথ হলের একাংশ (সংগৃহীত । ঢাকা টাইম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থী হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে।

সঞ্জু বাড়ই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

হলের প্রাধ্যক্ষ জানান, আনুমানিক ৫টা ৩৬ মিনিটে একজন ক্লিনার কাজ করতে গিয়ে সঞ্জুকে লাফ দিতে দেখেন। পরে তিনি দারোয়ানকে জানালে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে শাহবাগ থানা থেকে আসা পুলিশ সদস্যরা তার পকেট থেকে নৃবিজ্ঞান বিভাগের একটি প্রশ্নপত্র পান। এরপর তার বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়।

আত্মহত্যার কারণ জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, সঞ্জুর সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তার একটি প্রেমের সম্পর্ক ছিল। এটি নিয়ে সমস্যার কারণে সে বেশ কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল। তার বন্ধুদের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে গত দুই দিন সে হলে ছিল না, এক বাল্যবন্ধুর বাসায় ছিল। সেখান থেকে ফিরে এসে আজ সকালে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন