- ১৩ অক্টোবর, ২০২৫
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠান হলো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও এবং চাকরি খুঁজে দিতে সহায়তা করা স্টার্টআপ সম্ভব।
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পাঠাও ভোক্তাপ্রযুক্তি (কনজ্যুমার টেকনোলজি) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেকসহ বিভিন্ন সেবা প্রদান করে। প্রতিষ্ঠান জানিয়েছে, পাঠাও অ্যাপ ৬০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে এবং বাংলাদেশ ও নেপালে ৭ কোটির বেশি যাত্রা ও কার্যাদেশ সম্পন্ন করেছে।
অপরদিকে, সম্ভব মানুষের দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সহায়তা করে। প্রার্থীরা অনলাইনে প্রোফাইল তৈরি করে আবেদন করতে পারছে এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে। প্ল্যাটফর্মটি চাকরিপ্রার্থীদের মূল্যায়ন, নিয়োগ প্রক্রিয়া ও বেতন-ভাতা ব্যবস্থাপনা সহজ করছে। শুরুতে নিম্ন আয়ের নারীদের জন্য তৈরি হওয়া এই প্ল্যাটফর্মটি ২০২৩ সালে গেটস ফাউন্ডেশনের ৩ লাখ ডলার অনুদান পায় এবং চলতি বছরের মে মাসে সিংগাপুরভিত্তিক কুকুন ক্যাপিটালের নেতৃত্বে ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে।
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে ভারতীয় স্টার্টআপগুলো (১৮টি), এরপর সিংগাপুর ও জাপান (১৪টি করে), চীন (৯টি), ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া (৮টি করে) এবং অস্ট্রেলিয়া (৭টি)।
স্টার্টআপ হলো এমন একটি ব্যবসায়িক ধারণা যা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে প্রদান করে এবং দ্রুত সম্প্রসারণে সক্ষম। পাঠাও ও সম্ভব বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগের সাক্ষ্য দিচ্ছে।