Friday, December 5, 2025

এনসিপির নির্বাহী বৈঠকে তীব্র মতবিরোধ, তৃতীয় জোট প্রশ্নে অচলাবস্থা


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃতীয় রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিতে পারছে না। বুধবার বিকেলে অনুষ্ঠিত নির্বাহী কাউন্সিলের বৈঠকে দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে স্পষ্ট সিদ্ধান্ত বের হয়নি।

দলের সূত্র জানায়, বৈঠকে অনেক সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন। বিশেষ করে তারা আপ বাংলাদেশ নিয়ে গঠিত সম্ভাব্য জোটে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেন। বিরোধী সদস্যদের মধ্যে বেশিরভাগই সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী।

বৈঠকটি সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে চার ঘণ্টা ধরে চলে। ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য এতে অংশগ্রহণ করেন। দলের অভ্যন্তরে তৃতীয় জোটে যাওয়া বা না যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। খবর পাওয়া যায়, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে সম্ভাব্য তৃতীয় জোটে এনসিপি ছাড়াও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণ অধিকার পরিষদ নিয়ে আলোচনা চলছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার অনুসারীরা তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। কিন্তু দলের আরেক অংশ, যারা দুই উপদেষ্টার সঙ্গে সংযুক্ত এবং বিএনপির জোটের সাথে এগোতে আগ্রহী, তারা এই প্রস্তাবের বিরোধিতা করছেন।

এদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার কর্মসূচি পালন করেন। এতে এনসিপির ছাত্রসংগঠনের নেতারা সমর্থন দেন। এ ছাত্র সংগঠনের ওপর দুই উপদেষ্টার প্রভাব রয়েছে।

জোট গঠন নিয়ে দলের মধ্যে বিরোধ ও সিদ্ধান্তহীনতার কারণে এনসিপি নেতাদের নির্ধারিত সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন