- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাসদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জেনেভা ক্যাম্পের একটি বাসায় ককটেল তৈরি এবং বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী বুনিয়া সোহেল। এই তথ্যের ওপর ভিত্তি করে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর চারটি দল অভিযান শুরু করে।
সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান। অভিযান চলে রাত আড়াইটা পর্যন্ত। এ সময় উদ্ধার করা হয় ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল, চার ধরনের স্প্লিন্টার, ৪০০ গ্রাম গানপাউডার, সামুরাই ধরনের ৪টি তলোয়ার, ৪৯০টি ইয়াবা বড়ি, ২ হাজার ৮০ প্যাকেট হেরোইন এবং বিপুল পরিমাণ নগদ অর্থ।
উদ্ধার করা মাদক, বিস্ফোরক ও নগদ অর্থ মোহাম্মদপুর থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানে মূল আসামি সোহেলকে ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য দিয়ে ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা ছিল। তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।