Tuesday, January 13, 2026

এনসিপি থেকে খালেদ সাইফুল্লাহর পদত্যাগ


ছবিঃ খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা এক সংক্ষিপ্ত চিঠির মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান।

বুধবার পাঠানো ওই চিঠিতে খালেদ সাইফুল্লাহ উল্লেখ করেন, তিনি এনসিপির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। চিঠির অনুলিপি দলের সদস্যসচিব আখতার হোসেনের কাছেও পাঠানো হয়েছে। পদত্যাগের বিষয়ে তিনি আলাদা কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা দলটি থেকে পদত্যাগ করেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। তাসনিম জারা ঢাকা-৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগের দিনই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

দল থেকে পদত্যাগের পর তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মনোনয়নপত্র জমা ও প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের সময় তার সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন খালেদ সাইফুল্লাহ।

খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এনসিপির নীতিনির্ধারণ ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতাকে কেন্দ্র করে এনসিপির ভেতরে অসন্তোষ প্রকাশ্য রূপ নিচ্ছে। এ ইস্যুতে এখন পর্যন্ত তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহসহ অন্তত আটজন নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি অন্তত পাঁচজন নারী নেত্রী প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে দুজন এনসিপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এই ধারাবাহিক পদত্যাগে এনসিপির রাজনৈতিক অবস্থান ও আসন্ন নির্বাচনী কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন