- ১২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি ছেড়ে কেউ জামায়াতে যোগ দিলে তাদের সব ধরনের দায়দায়িত্ব দল নেবে। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশে লতিফুর রহমান বলেন, আগামী দিনে দেশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই পরিবর্তনের অংশ হতে তিনি সবাইকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, জামায়াতে যোগ দিলে আইনগত ও সামাজিক যেকোনো সমস্যায় দল পাশে থাকবে।
বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতকে আগের মতো দুর্বল মনে করার সুযোগ নেই। তার ভাষায়, বর্তমান জামায়াত অনেক বেশি সংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, মানুষের তৈরি দলের চেয়ে আল্লাহর নির্দেশনার পথে পরিচালিত দলই অনুসরণ করা উচিত।
উঠান বৈঠকে দেওয়া তার বক্তব্যের দুটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে তার সঙ্গে যোগাযোগ করা হলে লতিফুর রহমান বলেন, তিনি শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির কর্মী-সমর্থকদেরও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এটি মূলত ইসলামের পথে আসার আহ্বান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ ইতোমধ্যে জামায়াতে যোগ দিয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, এখন পর্যন্ত নেতা পর্যায়ের কেউ যোগ দেননি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নবাবগঞ্জ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মানুষ তার কাছেই আসছে এবং যারা অন্য দল থেকে এসে জামায়াতে যুক্ত হবেন, তাদের আইনগত ও প্রশাসনিক বিষয় দেখভালের দায়িত্ব দল নেবে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বক্তব্যের ভাষা ও দাবিকে বিতর্কিত বলে মনে করছেন।