Tuesday, October 14, 2025

এনবিআর চেয়ারম্যান: স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে ভ্যাট নিরীক্ষা স্থগিত


ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) (সংগৃহীত)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোমেশন কার্যক্রম চালু হওয়া পর্যন্ত প্রয়োজনে ভ্যাট নিরীক্ষা স্থগিত থাকবে। তিনি বলেন, এই পদক্ষেপ কোনোভাবেই ব্যবসায়ীদের জন্য অহেতুক হয়রানির উদ্দেশ্যে নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

চেয়ারম্যান আবদুর রহমান খান আরও বলেন, “আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীর প্রতিক্রিয়ার কারণে তা সহজ হচ্ছে না। বর্তমানে ভ্যাট প্রদান করতে কারও কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া যায়।”

করছাড় বিষয়েও তিনি উল্লেখ করেন, “কর্মসংস্থান বৃদ্ধির জন্য দেশি-বিদেশি কোম্পানিগুলোকে করছাড় দেওয়া হয়। কিন্তু প্রাথমিক পরিকল্পনায় ৮ বছরের জন্য দেওয়া ছাড় কখনও কখনও ৪০ বছর পর্যন্ত বজায় থাকে। এটি রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতার প্রমাণ। আমাদের এসব স্বীকার করে সংস্কার চালাতে হবে।”

তিনি বিদেশি ঋণ বিষয়ে সতর্ক করে বলেন, “নিজস্ব রাজস্ব বৃদ্ধি না হলে এই ঋণ পরিশোধ করাও বিপজ্জনক হয়ে যাবে।”

রাজস্ব খাতের সংস্কারের প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, “নীতিনির্ধারণে সময়ের ৯০ শতাংশ কেটে যায়। তাই আমরা রাজস্ব খাতকে দুইটি বিভাগে ভাগ করছি। একজনের জায়গায় দুজন কাজ করলে আশা করি কার্যকারিতা বাড়বে।”

ন্যূনতম করহারের বিধানকে কালাকানুন আখ্যা দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে এসব ধারা সংস্কার করা হবে। তবে এখন তা প্রয়োগ করলে রাজস্ব আদায় কমে যাবে। তাই বর্তমান সময়ে এর যথাযথ প্রয়োগ সীমিত থাকবে।”

সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও কর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং ভ্যাট ও কর সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন