- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী :
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবেঃ
প্রতিটি পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা এবং দুটি শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে অনুষ্ঠিত হবে।
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ (প্রাক্), ভোকেশনাল এইচএসসি, ‘এ’ লেভেল বা অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি ইউনিটের জন্য নির্ধারিত ন্যূনতম জিপিএ বা গ্রেড মানদণ্ড রয়েছে। বিজ্ঞান ইউনিটে অন্তত জিপিএ ৩.৫০ ও মোট ৮.০০, মানবিক ও বাণিজ্য ইউনিটে অন্তত জিপিএ ৩.০০ ও মোট ৭.০০ থাকতে হবে।
আবেদন ফি
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরে নেগেটিভ মার্কিং প্রযোজ্য প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।
পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। মুখমণ্ডল আবৃত নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে নারী পরিদর্শক দ্বারা যাচাই করা হবে। এছাড়া ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত অন্যান্য শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবারের ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।