Tuesday, October 21, 2025

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানালেন বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি


ছবিঃ আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কেন্দ্রীয় শহীদ মিনারে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে তাদের তিন দফা দাবি, যার মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া (নূন্যতম ৩ হাজার টাকা), দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

এ সময় তিনি সরকারের কাছে ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর দাবি আদায়ে বিশেষ বিবেচনা করার অনুরোধ করেন এবং বলেন, "৫ পারসেন্ট এনাফ (পর্যাপ্ত) নয়। বিশেষ বিবেচনা আপনাদের করতে হবে।"

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “যেভাবে গত ৯ দিন প্রখর রোদে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করছেন, এটা করার কথা ছিল না। আমরা অনেক সময় দেখেছি, শিক্ষকদের বারবার রাস্তায় আসতে হয়। আন্দোলন করতে হয়। এমন পরিস্থিতি না আসলে আগামী দিনে শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না।” তিনি আরও বলেন, "বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে জাতীয়করণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে।"

এছাড়া, তিনি বলেন, "আপনাদের দাবি অন্তর্বর্তী সরকার এর মধ্যে মেনে নিয়েছে, কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিটি এখনও পূর্ণ হয়নি। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, ৫ পারসেন্ট যথেষ্ট নয়। বিশেষভাবে আপনাদের আরও সুবিধা দেওয়া উচিত।"

এদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, "আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন না।" তিনি হুঁশিয়ারি দেন যে, "প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হতে পারে, কিন্তু শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।"

শিক্ষক-কর্মচারীরা দাবি আদায় না হলে দুপুরে 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন