Tuesday, October 21, 2025

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, ৪ ছিনতাইকারী গ্রেফতার


ছবিঃ গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২০ বছর বয়সী কলেজ ছাত্র জিহাদ খুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২০ বছর বয়সী কলেজ ছাত্র জিহাদ খুন হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এই ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।

পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে জিহাদ বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হন। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী জিহাদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর রাত দেড়টার দিকে পুলিশ টঙ্গীর এরশাদ নগর থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০), আলামিন (২৪)। তারা সবাই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। অপর এক ছিনতাইকারীর নাম জানা যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এএসআই জহিরুল ইসলাম যুগান্তরকে জানান, "কলেজ ছাত্র জিহাদের হত্যাকাণ্ডের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন