- ১৪ অক্টোবর, ২০২৫
শাকিল আহমেদ | PNN | ঢাকা: জাতীয় সংসদের কোনো আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে কমিশনের হাতে যেখানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয় কেবলমাত্র নির্দিষ্ট ভোটকেন্দ্রের ফল বাতিল বা স্থগিত করার ক্ষমতা রয়েছে। কিন্তু একটি আসনের পুরো নির্বাচনের ফলাফল বাতিল বা স্থগিত করার এখতিয়ার তাদের নেই।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এ বিষয়ে সরকারকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে ইসিকে আগের মতো পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে আশাবাদ জানিয়ে বলেন, “সরকার ইসিকে এ বিষয়ে আগের ক্ষমতা ফিরিয়ে দেবে বলে আমরা আশা করি।”
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইসি সূত্র জানায়, নির্বাচনের সার্বিক সুশাসন ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এই ক্ষমতা ফিরিয়ে আনা জরুরি।