Tuesday, October 14, 2025

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি


ছবিঃ পিএসজি ফাইনালে (সংগৃহীত । সারা বাংলাদেশ)

রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আগামী রোববার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি লিগ ওয়ানের এই ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মুখোমুখি হবে।

এই ম্যাচটি ছিল কিলিয়ান এমবাপের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এবারই প্রথম তিনি নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। কিন্তু ব্যাপক টানাপোড়েনের পর ছেড়ে আসা ক্লাবের কাছে এমন বিধ্বস্ত হবেন, তা হয়তো এই ফরাসি তারকা কল্পনাও করতে পারেননি।

বুধবার (৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইজ। এছাড়া, ওসুমানে ডেম্বেলে ও গঞ্জালো রামোস একটি করে গোল করেন।

ম্যাচের শুরু থেকেই পিএসজি দাপট দেখাতে থাকে। প্রথম ৯ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের দুটি ভুলের সুযোগ নিয়ে পিএসজি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৬ মিনিটে রাউল আসেনসিওর বাজে বল নিয়ন্ত্রণে ডেম্বেলের কাছে বল চলে আসে। ডেম্বেলের প্রথম শট গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দিলেও, ফিরতি বলে ফাঁকা পোস্টে গোল করেন ফাবিয়ান রুইজ। এর মাত্র তিন মিনিট পর, অ্যান্টোনিও রুডিগারের ভুল পাসে বল পেয়ে ডেম্বেলে ডি-বক্সে প্রবেশ করেন এবং কোর্তোয়াকে পরাস্ত করে নিখুঁত ফিনিশে গোল করেন।

২৪ মিনিটে ফাবিয়ান রুইজ আবারও গোল করেন। আশরাফ হাকিমির ডানদিক থেকে বাড়ানো পাস পেয়ে রিয়ালের রক্ষণকে বোকা বানিয়ে কাছ থেকে নিখুঁতভাবে গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় গঞ্জালো রামোস শেষ গোলটি করেন, যা রিয়াল মাদ্রিদের পরাজয় নিশ্চিত করে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনো সময়ই আক্রমণাত্মক হুমকি সৃষ্টি করতে পারেনি।

রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর কৌশলগত ব্যর্থতা এই ম্যাচের ফলাফলে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। কার্ডের কারণে নিষিদ্ধ ডিন হুইসেন এবং চোটে পড়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ছাড়া আলোনসো তার কার্যকর পাঁচজনের ডিফেন্স ছেড়ে চারজনের রক্ষণে ফিরে গিয়েছিলেন, যা পিএসজির আক্রমণের সামনে খুবই দুর্বল প্রমাণিত হয়।

গত মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল পিএসজি। সেই দুর্দান্ত ছন্দ ধরে রেখেই তারা রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে এবং পুরো ম্যাচ জুড়েই দাপট বজায় রাখে। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজি ৪-০ ব্যবধানে ইন্টার মিয়ামিকেও হারিয়েছিল।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন