Tuesday, October 14, 2025

একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করল ডাকসুর নবনির্বাচিত শিবিরপন্থী নেতৃত্ব


ছবিঃ শহীদদের কবর জিয়ারত করে ডাকসুর শিবিরপন্থী নেতৃত্ব (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিত শিবির-সমর্থিত প্যানেলের নেতারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তাঁরা প্রথমে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে যান। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খানসহ প্যানেলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে আবু সাদিক কায়েম বলেন, শহীদরা তাঁদের প্রেরণার বাতিঘর। শহীদদের স্বপ্ন পূরণের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ ডাকসুর নতুন নেতৃত্ব শুরু করবে। তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব এখান থেকেই শুরু হয়েছিল, এখান থেকেই আমরা নতুন যাত্রা শুরু করছি।”

নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, তাঁদের বিজয়-পরবর্তী কর্মসূচি শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো। “শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে”—যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামের প্যানেল থেকে শিবির-সমর্থিত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে। ভিপি, জিএস ও এজিএসসহ ২৮টির মধ্যে ২৩টি পদে তাঁদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন