- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজন খুবই সফল ও নিরাপদভাবে হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পূজার পবিত্রতা রক্ষা ও সকল ধর্মের মানুষের মিলন ঘটানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং সরকারি বাহিনীসহ পূজা কমিটির স্বেচ্ছাসেবকেরা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করবেন। ২৪ সেপ্টেম্বর থেকে আনসারও দায়িত্ব নেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লাখ টাকা অনুদান ও প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, যাতে উৎসবটি সুষ্ঠুভাবে উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।