Monday, January 19, 2026

দরজায় তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগে ঘুমন্ত শিশুর মৃত্যু; দগ্ধ তিনজন


ছবিঃ আগুনে পুড়ে মারা যাওয়া শিশু আয়েশা আক্তার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের সদর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘরের মালিক বিএনপি নেতা বেলাল হোসেনসহ তাঁর আরও দুই কন্যা গুরুতর দগ্ধ হয়েছেন। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

শুক্রবার দিবাগত রাতের দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং স্থানীয়ভাবে একজন সার ও কীটনাশক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

নিহত শিশুটির নাম আয়েশা আক্তার (৭)। আহতরা হলেন বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে তাঁদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হামলা। তিনি বলেন, “দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত। আমরা এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এটি অত্যন্ত হৃদয়বিদারক। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ, সে বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন