- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার দোহার উপজেলায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অষ্টমী দাশ (৬৫) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে দোহার উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অষ্টমী দাশ কার্তিকপুর এলাকার প্রয়াত দুলাল দাশের স্ত্রী। তিনি স্থানীয় ব্যবসায়ী শিবু দাশ ও বাবু দাশের মা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অষ্টমী দাশ বাজারে কেনাকাটার জন্য যান। বাজারের ভেতরের সড়ক থেকে মূল সড়কে উঠতে গিয়ে হঠাৎ অতিরিক্ত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই যানটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বাবু দাশ জানান, তার মা প্রতিদিনের মতোই বাজারে গিয়েছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মাকে আর বাঁচানো যায়নি।
সন্ধ্যায় অষ্টমী দাশের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয়রা দোষী মোটরসাইকেল চালককে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।