Wednesday, January 14, 2026

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নওগাঁয় বিএনপি নেতার বহিষ্কার


ফাইল ছবিঃ ছালেক চৌধুরী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (গতকাল) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছালেক চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর পক্ষে অবস্থান নেওয়া বা কাজ করার ক্ষেত্রেও দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।

জানা গেছে, ছালেক চৌধুরী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছালেক চৌধুরী এখন আর বিএনপির সঙ্গে যুক্ত নন। তাঁর পক্ষে কেউ কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ছালেক চৌধুরী জানান, তিনি এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দলের নেতা-কর্মীরা তার সঙ্গে থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন