Friday, December 5, 2025

ডিসেম্বর থেকে করাচি–ঢাকা রুটে মাহান এয়ারের তিনটি ফ্লাইট চালুর সম্ভাবনা


প্রতীকী ছবিঃ বিমান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী ডিসেম্বর মাস থেকে পাকিস্তানের মাহান এয়ার করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হিসেবে কাজ করবে। খবরটি প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে, এবং এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যে সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে, যা দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ করবে।

বাণিজ্য সম্ভাবনার কথাও উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। এছাড়াও টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতে দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

হাইকমিশনার আরও বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে চালু থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাও তিনি তুলে ধরেন। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি দল বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনার সুযোগ পায়। এছাড়াও তিনি পাকিস্তানের পর্যটন শিল্প, দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল তুলে ধরে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায়।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে এবং বাংলাদেশের পোশাক শিল্প থেকে শেখার সুযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও উভয় পক্ষ দেখছেন।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার, এবং বক্তাদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে তা ৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। হাইকমিশনারের আমন্ত্রণে এলসিসিআই সভাপতি শিগগিরই ঢাকা সফরের পরিকল্পনা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন