Tuesday, October 14, 2025

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদনপত্র জমার সময় বৃদ্ধি, ২ নভেম্বর পর্যন্ত আবেদন সম্ভব


ছবিঃ ডিজিটাল ব্যাংক লেখা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনপত্র জমার সময়সীমা ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর আগে আবেদন করা যেত চলতি বছরের ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি এবং প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের সুবিধার্থে আবেদন গ্রহণের শেষ তারিখ ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ডিজিটাল ব্যাংক অনুমোদনের উদ্যোগ নেওয়ার মূল লক্ষ্য হলো আর্থিক খাতের দক্ষতা বাড়ানো, সেবার পরিসর বিস্তৃত করা এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসই) জন্য ঋণপ্রবাহ সহজ করা। কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগকে চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।

আবেদনকারীদের নির্ধারিত প্রস্তাবপত্রের সঙ্গে পাঁচ লাখ টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিতে হবে। টাকা যেকোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ই-মেইলের মাধ্যমে সব নথি পাঠাতে হবে। বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডিজিটাল ব্যাংক পরিচালনার নীতিমালা অনুযায়ী, প্রধান কার্যালয় ছাড়া কোনো শাখা থাকবে না। ব্যাংক ওভার দ্য কাউন্টার সেবা দেবে না; সব সেবা অ্যাপ, মুঠোফোন বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের মাধ্যমে প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংক আগে ন্যূনতম ১২৫ কোটি টাকার মূলধন নির্ধারণ করেছিল, যা সম্প্রতি বৃদ্ধি করে ৩০০ কোটি করা হয়েছে।

আগের সরকারের সময় ৫২টি প্রতিষ্ঠান আবেদন করলেও অর্থায়ন সংক্রান্ত জটিলতার কারণে কার্যক্রম এগোয়নি। এখন নতুন সময়সীমার মাধ্যমে আবারও আবেদনপত্র গ্রহণ শুরু হলো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন