PNN ডেস্ক | কুমিল্লা | ২৯ জুন ২০২৫: কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়া ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জুন রাত ৮টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকিপ্তা গ্রামের ফজর আলী ওরফে ফজল (৩৬) একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, অভিযুক্ত ফজর আলী ধর্ষণের সময় এলাকা বাসীর কাছে প্রহ্নত ও আটক হয়, এবং পরবর্তীতে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভিকটিমের ভিডিও ধারণ করে ও টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হলে ২৭ জুন মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ ২৭/০৬/২০২৫)।
মামলা দায়েরের পর মুরাদনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে। একই সঙ্গে ভিডিও ছড়িয়ে দেওয়ায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার (কুমিল্লা) বলেন, “ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় কেউই ছাড় পাবে না। আমরা কঠোরভাবে আইনি ব্যবস্থা নিচ্ছি।”