Friday, December 5, 2025

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ক্লাব দল মুখোমুখি


ফাইল ছবিঃ বাংলাদেশ ও ব্রাজিল ফুটবল দল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ফুটবলের ভক্তরা যে উত্তেজনার জন্য অপেক্ষা করছিলেন, তা এবার পূর্ণ হতে যাচ্ছে ঢাকায়। লাতিন আমেরিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের ক্লাব দল নিয়ে ঢাকায় উপস্থিত হয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপের অংশগ্রহণের জন্য। তবে মাঠের বাইরে তাদের সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ নয়।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী সোমবার বাংলাদেশ-আর্জেন্টিনা মুখোমুখি হবে। ১১ ডিসেম্বর হবে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রধান ম্যাচ।

সংবাদ সম্মেলনে দেখা গেছে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলোয়াড়রা একত্রিত হননি। কেউ কারো সঙ্গে কথাও বলেননি। ব্রাজিলিয়ানরা নিজেদের মধ্যে ব্যস্ত, আর্জেন্টাইনরা নিজেদের মধ্যে। ব্রাজিলিয়ানদের একাংশের মন্তব্য, “মেসি গুড, নেইমার ভেরি গুড।” অন্যদিকে, নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। তারা বলেছে, “নেইমার হ্যাটট্রিক করেছে, মেসি পাত্তাই পাবে না।”

পেলের সেরা খেলোয়াড়ের প্রশ্নে ব্রাজিলিয়ানরা মজা করে বলেছেন, “ম্যারাডোনা নেশা খেয়েছিল, ভুলে গেছ। বেহেস্তে গিয়েও খাবে।” আর আর্জেন্টাইনরা পাল্টা প্রশ্ন করেছেন, “পেলে কি কিছু করতে পেরেছিল? ৮৬ এবং ২০২২ বিশ্বকাপের মধ্যে অনেক ফারাক আছে।”

লিফটে উঠার সময়ও দুই দলের খেলোয়াড়রা আলাদা হয়ে ওঠে। মাঠে নেমে তাদের লড়াই হবে মেসি ও নেইমারের মতোই। ব্রাজিলিয়ানরা আগেই জানিয়েছেন, “আমরা এখানে পিকনিক করতে আসিনি।”

বাংলাদেশের দল প্রস্তুত। কোচ ইমরুল হাসানের নেতৃত্বে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে। চীনে খেলা অনূর্ধ্ব-১৭ দলের ১৯ জন ফুটবলারের সঙ্গে প্রবাসী ৪ জন খেলবেন। প্রতিযোগিতার শেষ ম্যাচে কাফু অংশ নেবেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন জনপ্রিয় গায়ক জেমস।

ঢাকার ফুটবলপ্রেমীরা তিন দিনের টুর্নামেন্টে চোখ রাখবে বিশ্বের দুই সুপারস্টারের সম্ভাব্য লড়াই দেখার জন্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন