- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, ১৮ জুলাই ২০২৫:
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) নতুন মানবাধিকার মিশন। শুক্রবার (১৮ জুলাই) জেনেভা থেকে এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে তিন বছর মেয়াদি এই মানবাধিকার মিশন চালুর লক্ষ্যে চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতা স্মারক বাংলাদেশের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, “এই সমঝোতা স্মারক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির রূপান্তরে আমাদের কার্যালয়ের সুপারিশ বাস্তবায়নে সহায়ক হবে। এটি আমাদের সরকার, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে মিলে মিশে কাজ করার সুযোগ করে দেবে।”
গত বছরের আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মিশনটি গণপ্রতিবাদের সময় সহিংসতা ও দমন-পীড়নের ঘটনাগুলোর ওপর বিস্তৃত তথ্যানুসন্ধান চালানোর পাশাপাশি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মানবাধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে।
নতুন এই মানবাধিকার মিশনের অধীনে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থাকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে এটি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করবে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরে মানবাধিকারের সুরক্ষা ও বিকাশ একটি প্রধান ভিত্তি। এ লক্ষ্যে মিশনটি স্থানীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহযোগিতা করবে।