Monday, January 19, 2026

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ১৫০০ ঘর পুড়ে ছাই


ছবিঃ কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ১৫০০ ঘর পুড়ে ছাই (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা:


ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১ হাজার ৫০০ ঘর-বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  


ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুনের খবর পাওয়ার ৩৫ মিনিটের মধ্যে তিনটি স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঢাকার যানজট ও সরু রাস্তার কারণে বড় গাড়ি গিয়ে পৌঁছাতে পারেনি, তাই দূর থেকে পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।  


তিনি বলেন, আগুন ‘ডেভলপমেন্ট স্টেজে’ পৌঁছানোর আগেই বিস্তার শুরু করে। যত্রতত্র বিদ্যুতের তার এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।  


কড়াইল বস্তিতে প্রতি বছর ফায়ার সার্ভিস মহড়া আয়োজন করে। এই মহড়া পূর্বের অভিজ্ঞতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সহায়তা করেছে। তাজুল ইসলাম চৌধুরী উল্লেখ করেন, পানি সরবরাহের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি, ওয়াসা এবং পাশের ড্রেনের পানি ব্যবহার করা হয়েছে।  


তিনি আরও বলেন, শীতকালে আগুনের ঘটনা সাধারণ সময়ের তুলনায় বেশি ঘটে। স্থানীয়দের হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর পরামর্শকেও তিনি কার্যকর মনে করেননি, কারণ উড়ন্ত হেলিকপ্টার বাতাস তৈরি করে আগুন আরও ছড়িয়ে দিতে পারে।  


ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত ও বিস্তার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।  

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন