Friday, December 5, 2025

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের


ছবিঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। 

আজ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ যুব ফুটবল দল শ্রীলঙ্কাকে ৫-০ গোলে পরাজিত করেছে। এ জয় বাংলাদেশের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে এসেছে এবং এই তিন ম্যাচে বাংলাদেশ মোট ১৮ গোল করেছে। গোল শিকার করেছেন নাজমুল হুদা (দুটি), মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামি এবং ইকরামুল ইসলাম।  

তৃতীয় ম্যাচে এই উজ্জ্বল জয় পাওয়ার পর বাংলাদেশের কোচ গোলাম রব্বানী সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেন, "খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং দলের আক্রমণভিত্তিক খেলা অনেক ভালো দেখিয়েছে। আগামী শুক্রবার আমাদের চতুর্থ ম্যাচে বাহরাইনের সঙ্গে মুখোমুখি হতে হবে, যেখানে আরও শক্তিশালী পারফরম্যান্স আশা করি।"  

৩০ নভেম্বর বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ মিলবে।  

আগের ম্যাচে বাংলাদেশ প্রথমে পূর্ব তিমুরকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে হারিয়েছিল। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত এ বাছাইপর্ব থেকে ৯ দল মূল পর্বে ওঠার সুযোগ পাবে, বাকি ৭ দল বাছাইপর্বের মধ্য দিয়ে যাবে।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ঐতিহাসিক এশিয়ান কাপের মূল পর্বে এখনও কোনোবার গ্রুপ পর্ব পার হতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালে বাছাই পর্ব পেরলেও মূল পর্বের তিন ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। করোনার কারণে ২০২০ সালে বাছাই পর্ব শেষে মূল টুর্নামেন্ট হয়নি এবং ২০১৪ সালে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিল।  


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন