Monday, January 19, 2026

১৮ জন নতুন এসপি, লটারিতে এসপি নিয়োগে মেধাবীদের কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা


ছবিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আ চৌধুরি (সংগৃহীত)

আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার 

লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আ চৌধুরি। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি—এভাবে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জনকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েননি।”

তিনি আরও বলেন, সমাজে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রয়ে গেছে। “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি কমানো সম্ভব হয়নি; তবে সরকার কমানোর চেষ্টা করছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, তবে কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করে সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন