- ১৪ অক্টোবর, ২০২৫
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীরা https://dcuadmission.org সাইট থেকে ফলাফল দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে যদি কোনো অসঙ্গতি বা ভুলত্রুটি পাওয়া যায়, তবে তা সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।
ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ১১,১৫০ আসনের বিপরীতে ৭২,০০০ শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কাঠামো ও পাশ নম্বর:
তিন ইউনিটের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন হবে। পাশ নম্বর ৪০, তবে বাংলা বা ইংরেজি থেকে অন্তত ১০ নম্বর পেতে হবে।
বিজ্ঞান ইউনিটে এইচএসসি পাঠ্যসূচির পদার্থবিজ্ঞান, রসায়নসহ চারটি বিষয়ে প্রশ্ন থাকবে, প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বর। ন্যূনতম ৪০ নম্বর না পেলে ভর্তি সম্ভব নয়।
ব্যবসায় শিক্ষা ইউনিটেও এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হবে, ১০০ নম্বরের।
মেধাক্রম ও ভর্তির নিয়ম:
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম মোট ১২০ নম্বরের ওপর তৈরি হবে। এতে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করা হবে। কলেজ ও বিষয় পছন্দ অনলাইনে দিতে হবে। বিষয় বরাদ্দ ২০ অক্টোবর, ভর্তি শেষ ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু ৩০ অক্টোবর।