Tuesday, October 14, 2025

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির দাবি: রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


ছবিঃ রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ (সংগৃহীত)

রাজধানীর সরকারি ৭ কলেজকে নিয়ে গঠনের প্রস্তাব থাকা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-র অধ্যাদেশ দ্রুত প্রকাশের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সরকারি ৭ কলেজের শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি, অধিভুক্ত কাঠামো থেকে বেরিয়ে একটি স্বতন্ত্র পরিচয় পাওয়া এখন সময়ের দাবি। "৭ কলেজ" পরিচয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পরিচয় সংকটে ফেলেছে বলেও অভিযোগ তাদের।

ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, “আমরা অনেক দিন ধরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছি। এখন যেহেতু সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পথে হাঁটছে, আমরা চাই দ্রুত অধ্যাদেশ জারি হোক। তা না হলে ভর্তি প্রক্রিয়া, প্রশাসনিক কাঠামো—সবই অনিশ্চয়তায় পড়ে যাবে।”

ছাত্রদের দাবি অনুযায়ী, ‘অধিভুক্ত’ শব্দটি শিক্ষার্থীদের মর্যাদা ও আত্মপরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে দেখছেন অনেকে। নতুন বিশ্ববিদ্যালয়ের নামটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও প্রত্যাশার প্রতিফলন বলেই মনে করছেন তারা।

সরকারি সূত্রে জানা গেছে, পাঁচটি ধাপে অধ্যাদেশ কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) খসড়া তৈরি করবে, যা পরে আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ ও সর্বশেষ রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেজেট আকারে প্রকাশিত হবে। তবে শিক্ষার্থীদের আশঙ্কা, এই ধাপগুলোতে প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ ঘটতে পারে, যা নতুন শিক্ষাবর্ষে প্রভাব ফেলতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশ প্রকাশে দেরি হলে ভর্তি কার্যক্রম, শিক্ষকের নিয়োগ, প্রশাসনিক কাঠামোসহ সবকিছু অনিশ্চয়তায় পড়ে যাবে। তাই সময়ক্ষেপণ না করে নির্ধারিত সময়ের মধ্যেই অধ্যাদেশ প্রকাশ করতে হবে।

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া আজকের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন যেন আর কোনো আমলাতান্ত্রিক ধীরগতির শিকার না হয়। প্রয়োজনে তারা ধারাবাহিক কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন