Wednesday, January 14, 2026

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে রাজধানীতে শিক্ষার্থী অবরোধ


ছবিঃ রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আজ (১৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দুপুর ১২টার পর শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিলের মাধ্যমে এসে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান এবং বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি জানাচ্ছেন।

শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এরপর বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে।

শিক্ষার্থীরা জানান, তারা একটি সূত্র থেকে জানতে পেরেছেন যে, ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। তাই ওই সভার আগে দাবি বাস্তবায়নের জন্য তারা আজ রাস্তায় নামছেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, উক্ত তারিখের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়টি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার সুযোগ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন