- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
মধ্যপ্রাচ্য রুটে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী বিমান টিকিটের দাম হঠাৎ করেই লাফিয়ে বেড়ে লাখ টাকার ওপরে পৌঁছেছে। একসময় ২০-৩৫ হাজার টাকায় পাওয়া যাওয়া সিঙ্গেল টিকিট এখন প্রবাসীদের জন্য বাস্তবায়নযোগ্য নয়।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে সরাসরি ফ্লাইট রয়েছে। কিন্তু বর্তমানে টিকিটের মূল্য প্রবাসীদের মাসিক আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় তাদের হতাশা ও ক্ষোভ বেড়েছে।
ফেরার পথে দুবাই থেকে ঢাকামুখী টিকিটের দাম এখনও ২১-২৩ হাজার টাকার মধ্যে থাকলেও ঢাকা থেকে দুবাই যাওয়ার টিকিটের দাম আকাশছোঁয়া অবস্থায় রয়েছে। প্রবাসীরা অভিযোগ করেছেন, একটি সিন্ডিকেট টিকিটের দাম ইচ্ছেমতো বাড়াচ্ছে এবং এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতি দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এবং প্রতিযোগিতা কমিশনের নজরদারিতে আনা প্রয়োজন, নইলে প্রবাসীদের দুর্ভোগ ও বৈদেশিক মুদ্রা প্রেরণের হারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।