Tuesday, October 14, 2025

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪


ছবিঃ সড়ক দুর্ঘটনার গাড়ি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারের বায়তুস সুলতান জামে মসজিদের সামনে একটি কাভার্ড ভ্যানে পেছনে থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন আরও ৪ জন।

নিহতরা হলেন গোলাম সরোয়ার (৪২) এবং তার তিন বছরের কন্যা মুসকান। গোলাম সরোয়ার ঢাকার তুরাগ থানা এলাকার উত্তরা ১০নং সেক্টর ৬ নম্বর রোডের বামনাটে আক্কাস আলী মার্কেট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে চালকের চোখের ঘুমে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার আটক করা হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন